• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গোসল করতে গিয়ে মারা গেলেন ২ বোন

আরটিভি অনলাইন রিপোর্ট, চুয়াডাঙ্গা

  ২২ মে ২০১৭, ২১:৫৮

চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে দু'বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, চুয়াডাঙ্গা শহরের বেলগাছি মুসলিম পাড়ার সান্টু মিয়ার মেয়ে ইয়াসমিন আরা (১০) ও তার ফুফাতো বোন লামিয়া খাতুন (১০)। লামিয়ার বাবার নাম হারুন অর রশিদ। তারা দু'জনে চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, পীরপুর গ্রামের ঠাণ্ডু মিয়ার বোন মাতু খাতুন তাঁর ভায়ের মেয়ে ইয়াসমিন ও বোনের মেয়ে লামিয়াকে নিয়ে সোমবার সকালে বেড়াতে আসেন। দুপুর দেড়টার দিকে ওই দুই শিশু পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে।

কিন্ত, সাঁতার না জানায় দু'জনই পানিতে ডুবে মারা যায়। পরে নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন। বিকেলে খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম আরটিভি অনলাইনকে জানান, মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে দেয়া হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh