• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাবি হল থেকে ১শ’টি উত্তরপত্র উদ্ধার

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ মে ২০১৭, ২০:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুন্নুজান আবাসিক হল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ১শ’টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় হল থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার নিয়ে যান।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত ফেরদৌসী বলেন, উত্তরপত্রগুলো হলের দ্বিতীয় তলায় বারান্দায় থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক বিকেল ৩টার দিকে বিষয়টি আমাকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। হলে গিয়ে তাদের তথ্যের ভিত্তিতে উত্তরপত্রগুলো উদ্ধার করি। সেগুলো বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, কীভাবে উত্তরপত্রগুলো এখানে আসলো তা জানতে হলের কমন রুমের বেশ কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কেউ জানেনি।

তিনি বলেন, এখন বিষয়টি তদন্ত করে বের করার দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষের। যে শিক্ষককে তারা উত্তরপত্র মূল্যায়নের জন্য দিয়েছিলেন, তিনি মূলত দায়ী। বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে সব জানা যাবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh