• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ১৪:৫১

দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ রুহুল আমীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। রুহুল আমিন এতদিন হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিনে ছিলেন।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা-বিদ্যুৎ প্রকল্পের ২০ কোটি টাকা দুর্নীতি মামলার প্রধান আসামি সাবেক এই জেলা প্রশাসক। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজন আসামি কারাগারে রয়েছে।

জানা যায়, মাতারবাড়ি কয়লা-বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে ভুয়া মালিকানা তৈরি করে ক্ষতিপূরণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন মামলার আসামিরা।

এ ঘটনায় মাতারবাড়ির কায়সার চৌধুরী বাদী হয়ে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, এডিসি জাফরসহ ২৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে কক্সবাজার জেলা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য দুদককে দায়িত্ব দেয়।

দুদক উক্ত মামলার তদন্তের কাজ শেষ করে গেলো ৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh