• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুরে আদিবাসি পরিবারকে উচ্ছেদে হামলা, আটক ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৭, ২২:৫১

দিনাজপুরের হিলিতে এক আদিবাসী পরিবারকে উচ্ছেদ করার জন্য তাদের বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে ২টি ঘর ও কেটে ফেলা হয়েছে কয়েকটি ফলজ গাছ।

মারাত্মক আহত করা হয়েছে ওই পরিবারের দেবেন হাসদা ও তার স্ত্রী পুতুল মাড্ডিকে। এঘটনায় ২ ব্যক্তিকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটিয়েছে এলাকার মাদক ব্যবসায়ী আজিজুল হক ও তার সহযোগিরা। এ ঘটনায় দু’দিন পর আজিজুল হক ও তার মা রেহেনা বেওয়াকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে এখনো মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, গেল ১৭ মে মঙ্গলবার হিলির চুড়িপট্টি এলাকায় দু'শতক জায়গার ওপরে নির্মিত বসতঘরে এক আদিবাসী পরিবার বসবাস করে আসছে। স্থানীয় আজিজুলের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল ইসলাম ও তার মা রেহেনা বেওয়াকে আটক করে থানায় আনা হয়েছে। আটক আজিজুল হক এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh