• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কিশোরগঞ্জে শ্রমিকদের ওপর হামলা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জ

  ১৫ মে ২০১৭, ১৮:৫৬

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই বাজারে ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে 'সন্ত্রাসী' হামলায় ২ জন ইজিবাইক চালক আহত হয়েছেন।

রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় শ্রমিকরা বহিরাগত এনামুল হক নামে এক যুবককে পিস্তলসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক এনামুল সদর উপজেলার সতাল এলাকার মৃত নজরুল ইসলাম নবী মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কদিন ধরে একদল চাঁদাবাজ বৌলাই এলাকার ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল।

এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

রোববার রাত ১১ টার দিকে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র সস্ত্র নিয়ে বৌলাই বাজারে ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা চালায়।

হামলায় মহিবুল্লাহ ও এরশাদ নামে দুজন ইজিবাইক চালক আহত হন।

এ সময় চালকরা স্থানীয় জনগণের সহায়তায় এনামুল নামে এক সন্ত্রাসীকে পিস্তলসহ ধরে পুলিশে সোপর্দ করে। এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, এ ঘটনায় অস্ত্র আইন এবং হামলা ও ভাঙচুরের পৃথক দু'টি মামলা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh