• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসবে রাষ্ট্রপতি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, নওগাঁ

  ০৮ মে ২০১৭, ১৫:৩০

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মোৎসবে যোগ দিতে নওগাঁর পতিসরে এসেছে রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার দুপুরে পতিসরে কবিগুরুর কাচারি বাড়ির পাশে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন তিনি।

এর আগে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নেয়া হয়। ঢাকা থেকে হেলিকপ্টারে করে পতিসরে বিশ্বকবির জমিদারীর সময়কার গ্রাম পরগনার কাচারি বাড়িতে আসন তিনি।

পরে তিনি দেবেন্দ্র মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি ও
সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বক্তব্য রাখবেন।

বিকেল পৌনে ৪টার দিকে রাষ্ট্রপতির পতিসরের অনুষ্ঠানস্থল ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে, পতিসর কাচারি বাড়ির আঙ্গিনায় বসেছে রবীন্দ্র ভক্তদের মিলন মেলা। দূর-দূরান্ত থেকে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত, অনুরাগী, শিল্পী, কবি-সাহিত্যিক ও গবেষকসহ সর্বস্তরের মানুষ জড়ো হয়েছেন পতিসরে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh