• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হাওরে দুর্গত মানুষের পাশে ছাত্র ও যুব ইউনিয়ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০১৭, ১৯:৫৩

নেত্রকোণায় বন্যাদুর্গত হাওরাঞ্চলের মানুষের পাশে দাড়িয়েছে বামপন্থী সংগঠন ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন।

শুক্রবার জেলার খালিয়াজুরী উপজেলার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠন দুটি ত্রাণ বিতরণ করে।

দুর্গত প্রায় ৫শ' শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, শুকনা খাবার এবং ওষুধ; একইসঙ্গে ১শ' পরিবারকে নগদ অর্থ সহযোগিতাও দেয়া হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা মনিরা বেগম অনু, গার্মেন্টস টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার, তেল-গ্যাস রক্ষা কমিটির জেলা আহ্বায়ক মোকছেদুর রহমান জুয়েল, ময়মনসিংহ জেলা যুব ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা বেগম শিল্পী, ছাত্র ইউনিয়ন নেতা অনীক সরকার উদয়সহ আরো অনেকে।

সমাবেশ থেকে হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবি করা হয়।

একইসঙ্গে ক্ষতিগ্রস্ত লোকজনের দায়িত্ব সরকারকে নেয়া, বন্যাদুর্গত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী এবং শিক্ষাখরচ সরকারিভাবে বহন করা, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজের ভর্তি ফিসহ সব প্রকার ফি মওকুফ করার দাবি জানানো হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh