• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাধ্য হয়ে গবাদি পশু বিক্রি করছে হাওরবাসী

আরটিভি অনলাইন রিপোর্ট, নেত্রকোণা

  ০৫ মে ২০১৭, ১৬:৫১

আগাম বন্যায় ফসল হারিয়ে, নেত্রকোণা হাওরবাসীদের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। বন্যার কারণে বোরো ফসল নষ্ট হওয়ায় বিশাল সমস্যায় পড়েছে নেত্রকোণার হাওরবাসী।

ফসল তোলার আগেই সব নষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছে তাদের গরু-ছাগল, হাস-মুরগী।

দুর্গতরা জানান, সরকারি উদ্যোগে যে ত্রাণ দেয়া হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে অধিকাংশ সময় তাদের না খেয়েই কাটাতে হচ্ছে।

জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ আরটিভি অনলাইনকে জানান, অসহায় এসব মানুষদের খাদ্য সংকট দূর করতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেয়া হচ্ছে।

অন্যদিকে, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জানান নেত্রকোণাবাসী।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh