• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, ফরিদপুর

  ৩০ এপ্রিল ২০১৭, ১৩:৪৮

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ায় দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত আরো ২০ জন।

নিহতের নাম মো. জিয়া শেখ (৩০)। তিনি গোয়ালপাড়া গ্রামের মো. শাহাযোদ্দি শেখের ছেলে।

রোববার সকালে এ সংঘর্ষ হয়। এসময় ১০-১২টি বাড়িঘর ভাঙচুর হয়।

রনকাইল বিল ভোগদখলকে কেন্দ্র করে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির বেলায়েত হোসেনের সঙ্গে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান ও সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম খাঁন সোহাগের বিরোধ চলে আসছিল।

শনিবার রাতে সালথা উপজেলার ঘোষের বাজারে সোহাগ চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক মো. সুজনের সঙ্গে বেলায়েত চেয়ারম্যানের সমর্থক আব্দুর রাজ্জাক ও মনা খাঁর কথা কাটাকাটি হয়। এ নিয়ে রোববার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহাগ চেয়ারম্যানের পক্ষের সমর্থক জিয়া নিহত হন।

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সময় হামলাকারীরা সুজন মাতুব্বর, আফজাল হোসেন, লিয়াকত হোসেন খানসহ ১০/১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh