• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝিনাইদহ জেলার হুজির সামরিক শাখার প্রধান আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, চুয়াডাঙ্গা

  ২৯ এপ্রিল ২০১৭, ১৬:৩৩

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ঝিনাইদহ জেলার সামরিক শাখার প্রধান আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

শনিবার ভোরে ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আব্দুল আলিম হাটগোপালপুর এলাকায় অবস্থান করছে, শুক্রবার রাতে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর উপপরিচালক মেজর মনির আহমেদ জানান, হুজি নেতা মাওলানা আব্দুল আলিম চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার একটি মামলার পলাতক আসামি। দুপুরে তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালতে সোপর্দ করা হয়।

তিনি জানান, আব্দুল আলিম হুজির আধ্যাত্মিক নেতা মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ছিল। তিনি আশপাশের জেলায় নাশকতার পরিকল্পনা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে যে, পার্বত্য চট্টগ্রামে জঙ্গিদের সামরিক ট্রেনিং তিনিই তদারকি করতেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh