• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝগড়া থামাতে গিয়ে খুন

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ২৬ এপ্রিল ২০১৭, ২১:৪৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জাড়কুড়ী এলাকায় ভাড়াটিয়া দম্পত্তির ঝগড়া থামাতে গিয়ে সেলিনা আক্তার (৪৮) নামের বাড়ির কর্ত্রী খুন হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের স্ত্রী। ঘটনার পর থেকে ভাড়াটিয়া দম্পত্তি পলাতক রয়েছেন।
নিহতের বড় ছেলে রাকিব প্রধান জানান, মঙ্গলবার রাতে বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। ওই সময়ে খবর পেয়ে বাড়িওয়ালা বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার থামাতে ছুটে আসে।

এক পর্যায়ে সেলিনা আক্তারকে ছুরিকাঘাত করে ওই ভাড়াটিয়া দম্পত্তি। পরে অন্য ভাড়াটিয়ারা সেলিনাকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ' শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: সরাফত উল্লাহ্ আরটিভি অনলাইনকে জানান, ঘটনার পর পরই ভাড়াটিয়া দম্পত্তি পালিয়ে গেছে। তাদের নাম ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
খুনাখুনিতে অশান্ত ময়মনসিংহ, দুই দিনে ৪ খুন
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
X
Fresh