• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে হবে

অনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল ২০১৭, ২০:০৩

তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার।

কুষ্টিয়ায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিরেন শিকদার বলেন, তৃণমূল থেকে যদি যোগ্য ও মেধাবী খেলোয়াড় তুলে আনা সম্ভব হয়, তাহলে আমরা আরো এগিয়ে যাবো।

তিনি বলেন, আমরা যদি যুবকদের খেলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে পারি তাহলে জঙ্গিবাদ থেকে মুক্ত হতে পারবো। বাংলাদেশ কোনো কালেও জঙ্গি রাষ্ট্র হবে না। আমাদের সংস্কৃতির সঙ্গে জঙ্গিবাদ মেলে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতে হাওড় অঞ্চলের মানুষের ক্ষতি ও কষ্ট লাঘবে সরকার সার্বিক সহযোগিতা করছে। কৃষকরা যেনো খাদ্য, সেবা ও বাসস্থান পায় সেদিকে লক্ষ্য রাখছে সরকার।

হানিফ বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি এই অসহায়দের পাশে না দাড়িয়ে নোংরা রাজনীতি করছে। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক অনুষ্ঠান করার অধিকার সবার আছে। তবে এর নাম করে কেউ জ্বালাও পোড়াও করলে জনগণই তাদের প্রতিহত করবে।

হানিফ বলেন, সকল বিভেদ ভুলে তৃণমূলকে সুসংগঠিত করে আসছে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে পদক্ষেপ নেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন, কৃতি সাঁতারু রুবেল রানা, সবুরা খাতুন।

এসএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh