• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুর পৌরসভায় ১৩শ' ভোটে এগিয়ে নৌকা

আরটিভ অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০১৭, ২৩:৪৬

মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা এগিয়ে আছে ১ হাজার ৩শ’ ৬৯ ভোটে। ১৩টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। স্থগিত দু’কেন্দ্রে ফের নির্বাচনের পর জয়-পরাজয় নির্ধারিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা) পেয়েছেন ৯ হাজার ২০৯ ভোট। বিএনপি প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ২ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের (মোবাইলফোন) পেয়েছেন ৫১ ভোট।

মোট ভোটারের সংখ্যা ৩০ হাজার ৯৬৫। ১৩টি কেন্দ্রে শতকরা ৮০ ভাগের উপরে ভোট গ্রহণ হয়েছে।

মেহেরপুর পৌরসভা নির্বাচনে সকাল ৮টায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। পৌনে দশটার দিকে সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেন জেলা রিটার্নিং অফিসার। ভোট শুরুর আগে রাতের আঘারে ব্যালট পেপারে সিল মেরে বাক্সবন্দি করার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ হবে বলে জানা গেছে। তবে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে জয়ের আনন্দ বিরাজ করছে।

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, দু’কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh