• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিরাপদে বের করা হয়েছে স্কুলের শিক্ষার্থীদের

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ২৫ এপ্রিল ২০১৭, ১৫:১৬

সিলেটর স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির পাশ থেকে বোমা পাওয়ার পর শ্রেণিকক্ষে আটকেপড়া শিক্ষার্থীদের নিরাপদে বের করে এনেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার দুপুর সোয় একটার দিকে তাদের স্কুল থেকে বের করা আনা হয়।

এর আগে সকালে নগরীর শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত ওই স্কলে সিঁড়ির পাশে বোমাটি দেখতে পেয়ে র‌্যাবকে খবর দেন শিক্ষকরা। পরে বেলা ১১টার দিকে র‌্যাব-৯ এর সদস্যরা ঘটনাস্থলে আসেন।

তখন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মাইনউদ্দিন জানান, এটি একটি আইইডি (ঘরে তৈরি বোমা) বোমা। এটা বিস্ফোরণ হলে পুরো ভবনটিতে স্প্লিনটার ছড়াতে পারে। বোমাটি শক্তিশালী। এর মধ্যে সার্কিট পাওয়া গেছে। বোমাটি নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে।

র‌্যাব জানায়, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। বোমাটি নিষ্ক্রিয় করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
বোমা ফাটালেন সুজন, হাথুরুর সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে
X
Fresh