• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুনামগঞ্জের হাওরাঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২৫ এপ্রিল ২০১৭, ১৪:২০

সুনামগঞ্জের হাওরাঞ্চলে মাছ ধরা ও খাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান।

জেলা প্রশাসক বলেন, অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত মাছ ধরা ও খাওয়ার এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিটি হাওরেই মেডিক্যাল টিম ও ওষুধ পাঠানো হয়েছে।

এদিকে, কৃষকদের কাছ থেকে কৃষি ঋণ আদায় না কারার বাংলাদেশ ব্যাংকের নির্দেশ সুনামগঞ্জের ব্যাংকগুলোতে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলার ১শ’ ৩৩ টি ছোট বড় হাওরের একমাত্র ফসল হারিয়ে হাহাকার করছেন কৃষকরা।

নেত্রকোনায় বিভিন্ন হাওরে পানির নিচ থেকেই আধা-পাকা ধান কাটছেন কৃষকরা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবর্দি উপজেলায় নতুন করে প্রায় এক হাজার হেক্টর জমির ফসল পানিয়ে তলিয়ে গেছে। পানিতে ডুবে আছে ঝিনাইগাতীর কয়েক হাজার হেক্টর জমির ফসল।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh