• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ২৩ এপ্রিল ২০১৭, ২২:০২

দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ালো।

নিহত দুই জন হলেন মুকুল মিয়া (৪৫), দেলোয়ার হোসেন (৫০)। রোববার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন আট শ্রমিকের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনের অবস্থা উন্নতির দিকে।

শুক্রবার পর্যন্ত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়।

গেলো বুধবার দুপুরে দিনাজপুরের সদর উপজেলায় যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২৮ জন শ্রমিক আহত হন। পরে ২৩ জনকে গুরুতর আহত অবস্থায় কে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনা তদন্তে বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
আগুন পোহাতে গিয়ে দগ্ধ : রমেক হাসপাতালে ভর্তি ৪২, মৃত্যু ২
আগুন পোহাতে গিয়ে দগ্ধ একজনের মৃত্যু, চিকিৎসাধীন ৩০
বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
X
Fresh