• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাড্ডায় ড. মহিউদ্দিন স্মরণে সাংস্কৃতিক উৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০১৭, ২১:৩১

বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড গোলাম মহিউদ্দিন স্মরণে সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে।

শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়।

উৎসবের আয়োজনে ছিল চিত্রাঙ্কন, সঙ্গীত, আবৃত্তি, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা, রচনা, একক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতা।

বাড্ডা-রামপুরা-গুলশান-বনশ্রীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।

বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড আব্দুল মান্নান চৌধুরী, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, ঢাকা মহানগর উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রকৌশলী কাজী মোহাম্মদ শীষ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড আবদুর রশীদ সরকার, চ্যানেল আইয়ের আহমাদ মাযহার, উদযাপন কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ তারেকসহ আরো অনেকে।

এতে সভাপতিত্ব করেন মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক অধ্যাপক এ এন রাশেদা। সঞ্চালনা করেন শান্তনু কুমার দাস।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh