• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপির সভা ঘিরে পটুয়াখালীতে ১৪৪ ধারা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ এপ্রিল ২০১৭, ১০:৫৩

পটুয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে আজ শনিবার (২২ এপ্রিল) বিবদমান দু’ গ্রুপ (আলতাফ চৌধুরী গ্রুপ ও শাহাদাৎ-কুট্টি গ্রুপ) একই স্থানে ও একই সময় সভা আহ্বান করায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এই সভাকে ঘিরে বিএনপির দু’ গ্রুপের মধ্যে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী শহরের সার্কিট হাউজ ও এর আশপাশের এলাকায় শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কোন ধরনের সভা-সমাবেশ করা যাবে না বলে আদেশে জারি করেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জেলা সভাপতি আলতাফ চৌধুরী গ্রুপ এবং আলতাফ বিরোধী শাহাদাৎ-কুট্টি গ্রুপ আজ শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর শেরে বাংলা পাঠাগারে পাল্টাপাল্টি কর্মী সমাবেশ আহ্বান করেন।

এঘটনার ফলে প্রশাসনের ১৪৪ ধারার আদেশ জারির কারণে শনিবারের ওই সমাবেশ করা এবং কেন্দ্রীয় নেতাদের আগমন অনিশ্চিত হয়ে পড়েছে।

পটুয়াখালী জেলা বিএনপির এ বিরোধ নতুন কোন ঘটনা নয়। কেন্দ্রীয় নেতাদের সফরসূচি দিলে প্রতিবারই পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে নিজেরাই তা ভণ্ডুল করে দেয়।

আরকে / এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh