• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্টেডিয়ামের অর্ধেক জায়গায় চলছে সুইমিং পুল নির্মাণ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ১৫:৩২

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে প্রায় ১২ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে সুইমিং কমপ্লেক্স। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন আউটার স্টেডিয়ামের ৭০ হাজার ৩শ’৮০ বর্গফুট জায়গা নিয়েই নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের আধুনিক সুইমিং কমপ্লেক্স।

চট্টগ্রাম নগরীর হাতেগোনা কয়েকটি খেলার মাঠের অন্যতম এ আউটার স্টেডিয়াম। কিন্তু তার অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে চলছে সুইমিং পুল নির্মাণের কাজ।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এই আউটার স্টেডিয়ামে ব্যস্ত সময় কাটায় অনেক ক্ষুদে ক্রীড়াবিদরা। কখনো ক্রিকেট, কখনো ফুটবল অনুশীলন চলে দিনভর। উন্মুক্ত এ মাঠে সুইমিং পুল নির্মাণের কারণে খেলার স্থান সংকীর্ণ হবে এমন অভিযোগ রয়েছে খেলোয়াড়দের মধ্যে।

এদিকে মহানগর ছাত্রলীগ এ জায়গায় পুল নির্মাণের বিরোধিতা করে আসছে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে তাদের।

তবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বলছে, একটি পক্ষ না বুঝেই আউটার স্টেডিয়ামে সুইমিং কমপ্লেক্সের বিরোধিতা করছে।

আরকে / এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh