• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা ৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ১৫:১৯

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ রোস্তম আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক নারীসহ ৪ জন। হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এখনো হাসপাতালে ভর্তি আছেন, এনামুল হক, দেলোয়ার হোসেন, বাদল মিয়া, আনিছুল হক, মনরঞ্জন শীল, রনজিত, মুকুল মিয়া, মনু মিয়া, শফিকুল ইসলাম, উদয় চন্দ্র, দুলাল মিয়া, সাইদুল ইসলাম, বীরেন্দ্র, মাজেদুল ইসলাম, শরিফুল ইসলাম।

গেলো বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণে কর্মরত ৩০ জন শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের পর পর দিনাজপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh