• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় সিটি কাউন্সিলর গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, কুমিল্লা

  ২১ এপ্রিল ২০১৭, ১৩:১৬

কুমিল্লায় সদ্য নির্বাচিত এক সিটি কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। ওই কাউন্সিলরের নাম একরাম হোসেন বাবু।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় নগরীর ঠাকুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করলেও কি অভিযোগে আটক করা হয়েছে এ বিষয়ে কোন তথ্য দেয়নি কোতয়ালী থানা পুলিশ।

সুত্র জানায়, নগরীর ঠাকুর পাড়া এলাকার একটি বাড়িতে ৮ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর একরাম হোসেন বাবুসহ কয়েকজন অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১ টায় ওই বাড়িতে তল্লাসি চালায় কোতয়ালী থানা পুলিশ, পরে বাবুকে আটক করে নিয়ে যায়।

গেল ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একরাম হোসেন বাবু ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

তিনি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কুমিল্লা সদর কোর্টে বিশেষ ক্ষমতা, বিস্ফোরক উপাদান, সন্ত্রাস বিরোধী ও নরী-শিশু নির্যাতন দমন আইনে ২টি সহ মোট ১৫ টি মামলা রয়েছে বলে জানা যায়।


এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh