• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাবি শিক্ষক সমিতি নির্বাচনে হলুদ দলের নিরঙ্কুশ জয়

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ২০ এপ্রিল ২০১৭, ২১:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল হলুদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।

১৫ সদস্যের এ কার্যকর পরিষদ কমিটির সব পদেই বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা প্যানেলকে হারিয়েছে তারা।

রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. রুহুল আমীন ৪৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার সহ-সভাপতি, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মো. আব্দুল গণি কোষাধ্যক্ষ, নৃবিজ্ঞান বিভাগের মো. ফারুক শাহ যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদস্য নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সনজীব কুমার সাহা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মমতাজ পরভীন (মাধবী), ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের, মো. খাইরুল ইসলাম, গণিত বিভাগের মো. লুৎফর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম (রয়েল), ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মোসা. জেসমিন সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের মো. নুরে আলম সিদ্দিকী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম (রাজিব), দর্শন বিভাগের মো. জাহিদুল ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম।

বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার’র দায়িত্ব পালনা করা পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. দীলিপ কুমার মণ্ডল ফলাফল ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১৪৩ জন ভোটারের মধ্যে ৯৭৪ জন ভোট দেন।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh