• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভুল স্বীকার, ভাস্কর্য সোজা করছেন শিক্ষার্থীরা

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ১৮ এপ্রিল ২০১৭, ১৫:০৭

নিজেদের ভুল স্বীকার করে ভাস্কর্য সোজা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, অনেকটা না বুঝেই এ ঘটনাটি ঘটে গেছে। এ ঘটনার জন্য সবাই অনুতপ্ত। ভাস্কর্য সোজা করা হচ্ছে।

এর আগে সোমবার রাতে বিভাগের উন্নতি ও নিরাপত্তার দাবিতে নিজেদের বানানো ভাস্কর্য উল্টো করে রাখেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী সোমবার জানান, তাদের বানানো ভাস্কর্যগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না। পাশাপাশি তাদের ঘরগুলো অগোছালো থাকে এবং বিভাগের নিরাপত্তা নিয়েও অনেক প্রশ্ন আছে। সব মিলিয়ে প্রতিবাদ স্বরূপ তারা এ ধরনের কাজ করেছেন।

তারা অভিযোগ করেন, এর আগে তারা বার বার বিভাগের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেও ভাস্কর্যগুলো রক্ষণাবেক্ষণায় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এদিকে চারুকলা বিভাগের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তাফা শরীফ আনোয়ার এ বিষয়ে বলেন, বিভাগের ছয়-সাতজন শিক্ষার্থী এমন কাজ করেছেন। এ ঘটনায় নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারী চারুকলা ইন্সটিটিউটে এসে দেখতে পান শিক্ষার্থীদের বানানো ভাস্কর্যগুলো উল্টানো। পরে তিনি ওই বিভাগের শিক্ষকদের খবর দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh