• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশজুড়ে বর্ষ বরণের প্রস্তুতি

অনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল ২০১৭, ১৮:৫৬

নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে দেশজুড়ে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিয়েছে নানা কর্মসূচি।

নতুন বছরকে বরণ করতে এখন শুধু ঢাকায় নয়, সারাদেশেই আয়োজন হয়। মেলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তোলে ধরা হয় এসব আয়োজনে।

দেয়ালে আলপনা, অতি পরিচিত বাংলার বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি, সবই স্থান পেয়েছে এতে। প্রতিনিধিদের পাঠানো স্থিরচিত্রে একটি অংশ।

জমির খাজনা আদায়ের জন্য বাংলা বর্ষ গণনা শুরু করেন সম্রাট আকবর। পরে ব্যবসায়ীরা পুরাতন বছরের বাকির হিসেব সমাপ্তি টানতে নতুন বছরকে গুরুত্ব সহকারে পালন করেন। হালখাতা নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে বকেয়া আদায় করেন তারা।

সময়ের পরিক্রমায় নতুন বছর উদযাপন হয়ে ওঠে বাঙালি সংস্কৃতির অবিচ্ছিন্ন অংশ। প্রতি বছরই বর্ষ বরণে যোগ হয় নতুনত্বের। এটি হয়ে ওঠে সার্বজনীন উৎসব।

পেঁচাসহ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

আলপনায় নতুন বছর

আলপনায় বৈশাখ

দেশীয় সংস্কৃতির অংশ প্রয়োজনীয় কুলা, তালপাতার পাখা।

মঙ্গল শোভাযাত্রার অন্যতম অংশ পেঁচা।

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

বর্ষ বরণের শোভাযাত্রায় সঙ্গী হবে এই হাতিও

কী প্রস্তুতি নেয়া হচ্ছে দেখ সবার ভীড়

সময় হাতে বেশি নেই, ব্যস্ত সবাই প্রস্তুতিতে

মঙ্গল শোভাযাত্রার আকর্ষনীয় করবে এই প্রাণী।

হরিণ শোভা বাড়িয়ে দেবে শোভাযাত্রার।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh