• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট ২০১৬, ১৭:১৩

সারাদেশে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

খুলনা ও ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী বের করা হয়। কুষ্টিয়া ও মেহেরপুরে পালিত হয়েছে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

নড়াইলে দিবসটিতে, সব সরকারি ও আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

ঝিনাইদহ, বাগেরহাট ও সাতক্ষীরায় দিবসটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জামালপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণ ও শোক দিবসের র‌্যালী হয়েছে।

রাজবাড়ি, নেত্রকোনায় নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কীর্তি ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়।

গাইবান্ধায় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির নেতৃত্বে শোক র‌্যালী বের করা হয়।

এছাড়া শোক র‌্যালী, দোয়া মাহফিল, আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, বান্দরবান, রাজশাহী, গাইবান্ধা, কুমিল্লা ও বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh