• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে শুরু প্রাণের উৎসব

শাহরিয়ার ইউনুস, খাগড়াছড়ি

  ১২ এপ্রিল ২০১৭, ২২:৩১

খাগড়াছড়ি প্রকৃতির অমোঘ নিয়ম মেনে প্রতিবছরই পাহাড়ে ফিরে আসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বৈসাবি উৎসব। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিঝু এ তিন সম্প্রদায়ের উৎসবের নামের আদ্যক্ষর দিয়েই বৈসাবি উৎসবের নামকরণ।

ফুল বিঝুতে নদীতে ফুল ভাসানো, সাংগ্রাইয়ে মারমাদের পানি খেলা আর ত্রিপুরাদের বৈসুতে নৃত্য দিয়েই পাহাড়ের বর্ষবরণের বৈচিত্র্য।

বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়েরা এ বৈসাবি উৎসব পালন করে থাকে। এটি তাদের প্রধান সমাজিক ও ধর্মীয় উৎসব।

বুধবার চাকমা সম্প্রদায়ের নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে এ উৎসবের সূচনা হলো।

খাগড়াছড়িতে ভোরের সূর্য আলো ছড়ানোর আগেই জেলা শহরের চেঙ্গী নদীর পাড়ে ঐতিহ্যবাহী পোশাকে সেজে হাতে বাহারী রঙের ফুল নিয়ে ভীড় জমায় চাকমারা।

জল দেবীর উদ্দেশ্যে প্রার্থনা শেষে ফুল ভাসিয়ে থাকেন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ ছোট বড় সব বয়সী নারী-পুরুষেরা। ভাসিয়ে দেন বিদায়ী বছরের জরাজীর্ণ আর দুঃখ কষ্টকে।

ফুল ভাসানো শেষে নদীতে করে ফুল দিয়ে ঘর সাজাবে চাকমারা। তারপর থেকে চলতে থাকবে ৩ দিনব্যাপী উৎসবের নানান আয়োজন।
বাংলাবর্ষের শেষ দু’দিন ও নববর্ষের প্রথম দিন, এই ৩ দিন বিঝু উৎসব পালন করে চাকমারা।

একই সময়ে শুরু হয় ত্রিপুরাদের বৈসু উৎসব আর চৈত্র্য সংক্রান্তির দিন মারমাদের শুরু হয় সাংগ্রাই উৎসব।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh