• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৭, ১৩:৪৩

বৈশাখী মেলা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঝালকাঠির কুমারপাড়ার মৃৎ শিল্পীদের। ঝালকাঠি সদরের পালবাড়ি ও রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামের কুমারপাড়ায় রাত-দিন কাজ করছেন মৃৎ শিল্পীরা। বছরে এই উৎসবের আয় দিয়েই জীবিকা নির্বাহ করেন সেখানকার স্থানীয় একশ’র বেশি পরিবার।

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ঘিরে হরেক রকম মাটির খেলনা ও তৈজসপত্র তৈরি করছেন তারা। বৈশাখী মেলায় এসব বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন স্থানীয় একশ’র বেশি পরিবার।

তবে প্লাস্টিক সামগ্রী বাজার দখল করায় মাটির জিনিসের কদর কমে গেছে বলে জানান তারা। তাই বাধ্য হয়ে অনেকেই ছাড়ছেন পৈত্রিক এ পেশা।

এদিকে, পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে নেত্রকোনার মৃৎ শিল্পীদেরও।বৈশাখী মেলা ও পূজায় তাদের পণ্যের চাহিদা বাড়ে বলে জানান তারা।

বংশ পরিক্রমায় কারিগররা পেষা ধরে রাখলেও বর্তমান বাজার ব্যবস্থায় এই পণ্য বিক্রি করে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা।

তবে সংশ্লিষ্টদের মতে, ঐতিহ্যবাহী মৃৎ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারী সহযোগিতা আরো বাড়াতে হবে।
আরকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh