• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাভারে সিটি ইউনিভার্সিটিতে বহিরাগতদের হামলা, নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ১০ এপ্রিল ২০১৭, ১৫:৪৮

সাভারের বিরুলিয়ায় সিটি ইউনিভার্সিটিতে বহিরাগতদের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন ছাত্র নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজারে ইউনিভার্সিটির সামনে হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম সিফাত। সিফাতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানান, রোববার ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদের সঙ্গে আরেক শিক্ষার্থী বাপ্পির প্রেম নিয়ে ঝগড়া হয়। সোমবার দুপুরে শাহেদের লোকজন সিটি-ইউনিভার্সিটির সামনে দাড়িয়ে থাকলে বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা কিছু বুঝে ওঠার আগে শিক্ষার্থীদের ওপর গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সিফাত ও বাসুদেব।

শিক্ষার্থী আরো জানান, তাদেরকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সিফাতকে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। বাসুদেবকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং ঘটনায় জড়িত সন্দেহ দু’জনকে আটক করেছে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তারিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

এসএস/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh