• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সকালেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো ৫ প্রাণ

আরটিভি অনলাইন রিপোর্ট,সিরাজগঞ্জ

  ১০ এপ্রিল ২০১৭, ১০:৪৪

সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। আহত আরো ৩ জন। সোমবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়, কামারখন্দের বলরামপুর থেকে একটি সিএনজি অটোরিকশা আজ সোমবার সকাল ৭টার দিকে ৫ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল। পথে বনবাড়ীয়া এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী আমীন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে তিন জন নিহত হন। এ ঘটনায় আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মাহাম প্রামনিকের ছেলে আল-আমিন (৩০), হবি হাজির ছেলে আব্দুস সোবাহান (৩৫) ও সাইদুল ওরফে বেলাল হোসেন (৩২)।

অপরদিকে আজ সোমবার সকাল ৯টার দিকে শাহজাদপুর সাতবাড়িয়া ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক শংকর পাল মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় যাচ্ছিলেন। হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নেওয়রগাছা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মা রিনা পাল (৩৫) ও মেয়ে সুম্মিতা পাল (৬) নিহত হন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল মোটরসাইকেল চালক শংকর পালকে (৪৫) উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
X
Fresh