• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, টাঙ্গাইল

  ০৬ এপ্রিল ২০১৭, ০৯:০৬

টাঙ্গাইলে ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী ও খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের পরে পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা বলেন, ভোরে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাবার পর পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আপাতত ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি আরো বলেন, রেললাইন বন্ধ থাকায় সিরাজগঞ্জ স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী সুন্দরবন, নীল সাগর, একতা ও ঢাকা থেকে উত্তরগামী ধূমকেতু এক্সপ্রেস।

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh