• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

হাতির পায়ে ফের শিকল

অনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট ২০১৬, ১৪:০৯

ভারতীয় বুনো হাতিটিকে ফের শিকল-রশি পরানো হয়েছে।

রোববার দুপুরে ট্রাঙ্কুইলাইজারগানের মাধ্যমে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করা হয়।

সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে বলেন, ওষুধ দেয়ায় কিছুক্ষণ ছুটোছুটির পর হাতিটি ঝিমিয়ে পড়ে। হাতির শরীরে চেতনা ফেরানোর ওষুধ প্রয়োগ করা হচ্ছে। হাতিটি এখন শঙ্কামুক্ত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুরের সরিষাবাড়ীর কয়ড়ায় জলাশয় থেকে সকালে হাতিটি ডাঙায় ওঠে। প্রথমবার চেতনানাশক ওষুধ প্রয়োগ করলে হাতিটি গ্রামের খোলা জায়গায় ছুটোছুটি করতে থাকে। কয়েকবার আবার চেতনানাশক ওষুধ প্রয়োগের পর হাতিটি ঝিমিয়ে পড়ে।

গেল ২৬ জুন আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে হাতিটি। দেড় মাসেরও বেশি সময় ধরে নদী ও স্থল পথ মিলিয়ে কয়েকশ কিলোমিটার পাড়ি দেয়। হাতিটি বর্তমান জামালপুরে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh