• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আত্মঘাতী ভেস্টেই বড়হাটে ৩ জঙ্গির মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, মৌলভীবাজার

  ০২ এপ্রিল ২০১৭, ১৭:২৪

মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা নারীসহ তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।

রোববার দুপুরে পুলিশের সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তিন জঙ্গির ময়নাতদন্ত শেষ করে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত কানুনগো বলেন, মরদেহের যেসব অংশ এসেছে তা ময়না তদন্ত করা হয়েছে। লাশগুলো থেকে মোটা তারের টুকরোর মতো ধাতব বস্তু পাওয়া গেছে। এখানে আনার দুই-তিনদিন আগেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ডিএনএ পরীক্ষার জন্য প্রতিটি মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিহত নারী জঙ্গির বয়স আনুমানিক ৩০ বছর। আর পুরুষ দুই জঙ্গির বয়স আনুমানিক ৩৮ ও ২২ বছর।

গেলো বুধবার ভোর থেকে শহরের বড়হাটে জঙ্গি আস্তানাটি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। পরে অভিযানের পর ওই আস্তানা থেকে তিন জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh