• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘পুরো মন্ত্রণালয়কে দায়ি করিনি’

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৬, ২১:১৯

ঘুষ দিতে রাজি না হওয়ায় পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছেন না, নিজের এমন অভিযোগের ব্যাখ্যা দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বললেন, অভিযোগ কিছু কর্মকর্তার বিরুদ্ধে, পুরো মন্ত্রণালয়ের নয়।

শনিবার চট্টগ্রাম চেম্বারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাছির বলেন, একটা দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এখানে ব্যক্তির জন্য পুরো প্রশাসনকে দায়ি করা যাবে না, ব্যক্তির জন্য পুরো মন্ত্রণালয়কে অভিযুক্ত করা যাবে না।

আমার বক্তব্যের সূত্র ধরে যারা সরকারের দুর্নীতির কথা বলছেন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা করছেন মন্তব্য করেন মেয়র।

গেল বুধবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে নাছির অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ ঘুষ দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়। তার এ বক্তব্যের পক্ষে প্রমাণ দিতে অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয় চিঠিতে। নির্ধারিত সময়েই চিঠির জবাব দেয়া হবে জানান নাছির।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh