• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরটিভি অনলাইন রিপোর্ট, লালমনিরহাট

  ০২ এপ্রিল ২০১৭, ১৩:৪৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে মহির উদ্দিন ( ৩৮ ) নামে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোরে এ ঘটনা ঘটে।

আটককৃত মহির উদ্দিন পাটগ্রাম দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, রোববার ভোর ৪ টার দিকে ওই ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলার অতিক্রম করে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন মহির উদ্দিন। এ সময় ভারতের কুচবিহার ২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা মহিরকে আটক করেন।

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh