• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিকল্প উপায়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৭, ১২:৪৫

হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলায় রেল সেতু দেবে যাবার কারণে বন্ধ থাকা রেল যোগাযোগ বিকল্প উপায়ে চালু করেছে রেল বিভাগ।

শনিবার রাত থেকে সিলেট থেকে মাধবপুর উপজেলার নেয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই মনতলা থেকে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন চলবে। তবে এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

যাত্রীরা জানায়, এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে ওঠার মাঝখানের রাস্তায় চরম দুর্ভোগে পড়েতে হচ্ছে।

এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ জানায়, বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু হওয়ার ফলে লোকাল যাত্রীরা আপাতত চলাচল করতে পারছে। এতে যাত্রীদের ভোগান্তি হলেও সোমবার পর্যন্ত এভাবেই যাতায়াত করতে হবে।

বৃহস্পতিবার সকালে জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সেতুটি মেরামতে কাজ করছে অর্ধশতাধিক শ্রমিক। তবে সোমবারের আগে সেতুর মেরামত কাজ শেষ হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh