• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ের ৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে

জয়নাল আবেদীন

  ২৮ মার্চ ২০১৭, ০৯:২১

ঠাকুরগাঁওয়ের ৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার নিয়েছে। ৩৮ পদের বিপরীতে আছেন মাত্র ১৬ জন। এতে মারাত্মক ব্যাহত হচ্ছে, পাঠদান কার্যক্রম।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৪’শ। শিক্ষকের ১৩টি পদের বিপরীতে এখানে কর্মরত মাত্র ৪ জন। একইভাবে, রানীশংকৈলে ১১টি পদের বিপরীতে ৫ ও নেকমরদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৪ পদের বিপরীতে আছেন, ৭জন। কোনো বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিক্ষক সংকটের কারণে ছাত্রদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে শুধু স্কুলে আসা-যাওয়াই হবে। বিদ্যার্জন আর হবে না। এতে কেন্দ্রীয় পরীক্ষায় ফল বিপর্যের আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের অনেকেই মফস্বলে থাকতে না চাওয়া ও দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় এমন অবস্থা তৈরি হয়েছে। আশা করা হচ্ছে নতুন নিয়োগ হলে এ সমস্যা দূর হবে।

অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ দিয়ে এ সংকট দ্রুত দূর করতে অনুরোধ জানিয়েছেন এলাকার মানুষ। সন্তানের ভবিষ্যত নিয়ে তারা উদ্বিগ্ন বলে জানান তারা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh