• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রাণভিক্ষা চাইবেন জঙ্গি রিপনও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৭, ১৮:০২

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন। জানালেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া।

বুধবার বেলা ১২টায় জঙ্গি দেলোয়ার হোসেন রিপন প্রাণভিক্ষা চাওয়ার কথা কারা কতৃপক্ষকে জানান। হরকাতুল জিহাদের ফাঁসির দণ্ড পাওয়া এ জঙ্গি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ছগির মিয়া বলেন, বুধবার আপিল বিভাগে রিভিউ খারিজের রায় এবং বিচারিক আদালতের পরোয়ানা পড়ে শোনানো হয় রিপন কে। তখন তিনি বলেছেন পরিবার ও আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। পরে বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ২ আসামি হুজি নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

তারাও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন।

এইচটি/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh