• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দু’গর্ভবতী মহিলার ওপর হামলা, আটক ৬

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৩ মার্চ ২০১৭, ১৪:১০

চট্টগ্রামে বাড়ি দখলকে কেন্দ্র করে দুই গর্ভবতী মহিলার উপর হামলায় জড়িত ৬ জনকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

বুধবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন ঝর্নাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদ জনি ৩২, মোজাম্মেল হক ২৩, খুরশিদ আলম ২৫, রফিকুল ইসলাম ২৭, শেখ রাসেল ২২ ও শহিদুল আলম মামুন ৩৯। এছাড়াও আরো একজনকে আটক করা হলেও বাক প্রতিবন্ধী বিবেচনায় বাবলু নামের একজনকে ছেড়ে দেয়া হয়।

গর্ভবতী দু’মহিলা হামলার ঘটনার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার এসআই কায়সার হামিদ আরটিভি অনলাইনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ডবলমুরিং থানার অপারেটর রাজেশ।

গেলো বুধবার বিকেলে ডবলমুরিং থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকায় ফজলুল হকের বাড়ি দখলকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় আহত হন দু’গর্ভবতী মহিলা। দুজন পরস্পর জা। তাদেরনাম ফয়জুন্নেসা পলি ও জান্নাতুন ফেরদৌস ইমু। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর বলেন, দু’নারীকে কোপানো হয়েছে। আমাদের আশঙ্কা, তাদের পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে আমরা বলতে পারবো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh