• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে বিদ্যুৎ অফিসে আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ২৩ মার্চ ২০১৭, ০৯:২০

রংপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীরর শাপলা চত্বর এলাকায় বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমার ওয়ার্কশপে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভোরে বিদ্যুৎ বিতরণ বিভাগের ওয়ার্কশপে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান আশপাশের মার্কেট ও দোকানপাটে ছড়িয়ে পড়ে।

বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানান, ট্রান্সফরমারের ভেতরে এক ধরনের দাহ্য পদার্থ থাকার কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রংপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক আসাদুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

বিদ্যুত বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, এখনও ওয়ার্কশপের ভেতর থেকে আগুনের ধোয়া বের হচ্ছে । এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh