• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরগঞ্জে জয় পেলো নৌকা

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ২২ মার্চ ২০১৭, ২০:৩৫

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে সব কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ভোট ১৭১ ভোট। বুধবার রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

প্রায় ৩০ হাজার ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা।

গেলো বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিজ বাসভবনে আহত হন। পরে রংপুর মেডিক্যালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী।

মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ জন। নির্বাচনে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh