• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভোট দিলেন লিটনের স্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ২২ মার্চ ২০১৭, ১৪:৪৫

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোট দিলেন নিহত সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।

বুধবার সকাল সোয়া ১১টার দিকে উত্তর সাহাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

এ নির্বাচনে একজন স্বতন্ত্রপ্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা নির্বাচনী এলাকার প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারে। সেজন্য নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়ন এলাকায় ৩টি এবং পৌরসভা এলাকায় ৫টি মোবাইল টিমসহ ৫০টি মোবাইল টিম টহল দিচ্ছে ও ১৭টি স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে মোতায়েন করা হয়েছে।

গেলো বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়ায় অবস্থিত নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

ওয়াই/আরকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh