• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদারীপুরে বাইরের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

আরটিভি অনলাইন রিপোর্ট, মাদারীপুর

  ২১ মার্চ ২০১৭, ১৬:৪০

মাদারীপুরে খোলা দোকানের খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় বিদ্যালয়ে অন্য শিক্ষার্থীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

অসুস্থদের মধ্যে তামান্না আক্তার (১০ম শ্রেণি), জান্নাতুল ইসলাম (৬ষ্ঠ শ্রেণি), আঁখি আক্তার (১০ম শ্রেণি), কহিনুর খানম (৭ম শ্রেণি), দোলা আক্তার (৭ম শ্রেণি) রয়েছে।

খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, টিফিনের সময় বিদ্যালয়ের সামনের দোকান থেকে পুড়ি-সিঙ্গারা খাবার পরেই পেটে ব্যথা শুরু হয় ওই শিক্ষার্থীদের। তাদের মধ্যে কয়েক জন বমিও করে।

বিষয়টি শিক্ষকদের জানালে অসুস্থদের শিক্ষার্থীদের তাৎক্ষনিক জেলার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ৬ জন এখনো সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রিয়াদ মাহমুদ জানান, খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে সে বিষয় বিবেচনা করেই পড়েছে দুটি, বিষয় মাথায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh