• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে দেয়াল ধসে ৪ জন আহত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২০ মার্চ ২০১৭, ১২:৩১

চট্টগ্রামে নির্মাণাধীন ৮তলা ভবনের দেয়াল ধসে বৃদ্ধাসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে নগরীর কাজির দেউরি পুরান বিমান অফিস এলাকায় এস এ পরিবহনের পিছনের একটি কলোনীতে এ দুর্ঘটনা ঘটে।

আহত সত্তরোর্ধ্ব বৃদ্ধার নাম টগর বালা দাস। অপর ৩ জন হলো অরূপ দাস, অমি দাস ও স্বদেব দাস। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আহত অবস্থায় ৪ জনকে নিয়ে আসা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও বাকি ৩ জনকে ক্যাজুয়েলিটি বিভাগে ভর্তি রয়েছে। আহতরা আশঙ্কামুক্ত।

এদিকে, আহত টগর বালা দাসের পুত্রবধূ অপর্ণা দাস আরটিভি অনলাইনকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাশের কসবা হাউজের নির্মানাধীন দেয়াল ধসে তাদের বাড়ির ছাদের ওপর পড়ে। টিনের তৈরী ছাদ ভেঙে ইটের দেয়াল এসে ঘুমন্ত ৪ জনের ওপর পড়লে তারা আহত হন।

তিনি ক্ষোভের সঙ্গে জানান, নির্মাণাধীন ভবনে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মাণ কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে।

৩ মাস আগেও একই ভবন থেকে ইটের স্তুপ এসে পড়েন পাশের সাধন চন্দ্র দাসের বাড়ির ওপর। তবে সেসময় কেউ আহত হননি।

বারবার অভিযোগ করেও নির্মানাধীন ভবন কসবা হাউজের মালিক কোনো কথায় গুরুত্ব দিচ্ছেন বলে জানান অপর্ণা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh