• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

৮ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৭, ০৯:২২

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহসহ ৮ বিভাগের বেশ কয়েকটি জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

পাশাপাশি অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, টানা ৩ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতে প্রবণতা হ্রাস পেতে পারে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরই প্রভাবে এই বৃষ্টিপাত।

বৃষ্টিতে ধানের জন্যে বাড়তি সেচের দরকার না হলেও পিঁয়াজ, রসুন, আলু, তরমুজসহ জমিতে উঠতি ফসলের ক্ষতি কৃষকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

এদিকে সোমবার সকাল থেকেই বৃষ্টি হওয়াতে রাজধানী ঢাকায় অফিসগামী মানুষ ও স্কুল শিক্ষার্থীদের বৃষ্টির কবলে পড়তে হয়েছে।

যারা ছাতা নিয়ে বের হননি তারা বেশ বিড়ম্বনায় পড়েন। হঠাৎ বৃষ্টিতে রিকশা ভাড়া বেশ কিছুটা চড়ে যায়।

বেশিরভাগ এলাকাতেই যানজটের কবলে পড়েন মানুষজন।

এইচএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh