• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাইবান্ধায় নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার ১ যুবক

অনলাইন ডেস্ক
  ০৬ জুলাই ২০১৬, ১৪:১৯

গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়নের এড়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্র্থীর পক্ষে কাজ না করায় সশস্ত্র হামলা ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন ইসমাইল হোসেন নামে এক যুবক। ৫ জুলাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম নুরুর সমর্থকরা তাকে স্থানীয় ভাটিয়াপাড়ায় পেয়ে বেদম মারপিট এবং ধারাল অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। পরে, ইসমাইলকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়নের এড়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম নুরুর সমর্থকরা তাকে এ নির্যানত করে বলে অভিযোগ করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৪ জুন ফুলছড়ি ইউনিয়নের এড়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আব্দুল মান্নান এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নুরু আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বিপুল ভোটে জয় লাভ করেন।

এই নির্বাচনে ইসমাইল হোসেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে ক্ষুব্ধ হয়েছে বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নানের লোকজন তাকে নির্যাতন করে।

৫ জুলাই নুরুর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইসমাইল হোসেনের ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh