• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভৈরবে হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আল আমিন টিটু, কিশোরগঞ্জ

  ১৮ মার্চ ২০১৭, ২০:৩৫

কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিকেলে এ আগুন লাগে।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে একটি রাবার কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পাশের প্রাণ কোম্পানির কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তে আগুনের শিখা বাড়তে থাকে। খবর পেয়ে প্রথমে শহরের দমকল বাহিনীর দু'টি ইউনিট কাজ শুরু করে। পরে আশুগঞ্জ, কুলিয়ারচর ও বাজিতপুর থেকে দমকল বাহিনীর আরো ৪টি ও নরসিংদীর ২টিসহ মোট ৮টি ইউনিট একযোগে কাজ করে।

রাত ৮টার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। রাবার কারখানাটি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত হওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভৈরব ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম রাত ৮টার দিকে এ প্রতিবেদককে জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৮টি ইউনিটের সদস্যরা একযোগে কাজ করছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh