• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চালু হলো সিলেট-দুবাই আন্তর্জাতিক ফ্লাইট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৭, ২২:৪৪

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চালু হলো ফ্লাই দুবাই’র সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট।

বুধবার বিকেলে এ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এসময় বিমানমন্ত্রী জানান আসছে ৩ বছরের মধ্যে এটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে।

এদিন বেলা ৩টায় দুবাই থেকে ১৪০ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে নামে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট। আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ৫টায় ১৬৯ জন যাত্রী নিয়ে ওসমানী থেকে দুবাই’র উদ্দেশে যাত্রা করে ফ্লাই দুবাই।

দেশে প্রথমবারের মতো দেশি-বিদেশি কোম্পানির কোড শেয়ার ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো। রিজেন্ট এয়ারওয়েজের সঙ্গে কোড শেয়ার ব্যবস্থায় দুবাই-সিলেট-দুবাই সরাসরি ফ্লাইটটি চালু করলো ফ্লাই দুবাই।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী ও ফ্লাই দুবাই’র কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট সুধীর সি হারান উপস্থিত ছিলেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh