• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝিনাইদহ

  ১৫ মার্চ ২০১৭, ১০:৪৬

ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর কবরস্থানের পাশে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে বিপুল মণ্ডল (২৪) নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য পুকুরিয়া গ্রামের লিটন এবং মনোহরপুর গ্রামের পরাজিত ইউপি সদস্য বজলু মণ্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে ওই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

তিনি বলেন, সংঘর্ষের এক পর্যায়ে বজলু মণ্ডলের সমর্থক বিপুল মণ্ডলকে কুপিয়ে হত্যা করে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh