• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোন নিয়মে চলছে রাজবাড়ী সদর হাসপাতাল! [ভিডিও]

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

  ১৫ মার্চ ২০১৭, ০৮:০৮

১২ বছর আগে রাজবাড়ী সদর হাসপাতালটি ১শ’ শয্যায় উন্নীত করা হলেও সেই পুরোনো ৫০ শয্যার জনবল দিয়েই চলছে কার্যক্রম।

১০ জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র ৫ জন। এরই মধ্যে ৩ জন রয়েছেন দীর্ঘদিন ধরে ছুটিতে।

মেডিক্যাল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা। প্রতিদিনই প্রায় কয়েক’শ রোগী চিকিৎসা না পেয়ে চলে যাচ্ছেন অন্যত্র।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক শামছুল আলম ১৯ মাস ধরে অনুপস্থিত রয়েছেন নিজ কর্মক্ষেত্রে। হাসপাতালে যোগদান করেই ছুটি নিয়ে আর আসেননি তিনি। ক্রমান্বয়ে ছুটি বৃদ্ধি করেই পার পাচ্ছেন।

গেলো ৭ জানুয়ারি ঢাকা থেকে ২ জন চিকিৎসক এখানে বদলি করা হলে তারাও কাজে যোগ দিয়ে ছুটিতে রয়েছেন। চেষ্টা করছেন ফের ঢাকাতে ফেরত যেতে।

হাসপাতালে গাইনী ও অর্থপেডিক্স ডাক্তার থাকলেও তারা বেশি সময় দিচ্ছেন প্রাইভেট ক্লিনিকে। ফলে চিকিৎসা না পেয়ে, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।

এদিকে হাসপাতালের অনেক মেডিক্যাল সরঞ্জাম পড়ে আছে নষ্ট হয়ে। নেই টেকনিশিয়ান। সংকট রয়েছে নার্স-আয়ার। বহির্বিভাগে প্রতিদিন রোগীদের ভিড় লেগেই আছে। মেডিকেল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সুশীল রায় বলেন, ডাক্তার সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

জেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটির সেবার মান বাড়বে এমনটা প্রত্যাশা রাজবাড়ী জেলার সাধারণ মানুষের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh