• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৭, ১৫:১১

জয়পুরহাটের সীমান্তবর্তী ‘কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’প্রায় দু’যুগ ধরে মাত্র একজন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে।

দুর্গম এ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে একজন শিক্ষক দিয়েই সব ক্লাস নেয়া হয়। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এ বিদ্যালয়ে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণেই মূলত বিদ্যালয়টিতে আসতে চাননা শিক্ষকরা। মাঝে মধ্যে দু’একজন শিক্ষককে প্রেষণে দেয়া হলেও তদবির করে বদলি হয়ে যান তারা।

তাই একজন শিক্ষককেই সামাল দিয়ে হয় পাঠদান থেকে শুরু করে সব দাপ্তরিক কাজ। এদিকে বিদ্যালয়টির সহকারী শিক্ষক জানান, শিক্ষক সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের।

এখন এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত শিক্ষক সংকট নিরসন করা হবে।

আরকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh